Wednesday, May 29, 2019

নরসিংদীর পলাশে ৫২ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত

মোঃ আশাদউল্লাহ মনা।।
নরসিংদীর পলাশ উপজেলার ৪৪০ জন ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে ৫২ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করেছে উপজেলা প্রশাসন । 
২৯ মে বুধবার পলাশ উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মনির হোসেন এ তথ্য জানান।
পলাশ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের স্বাক্ষরিত এক বিবৃত্বিতে ভাতা স্থগিত হওয়া ৫২ জন মুক্তিযোদ্ধার নামের তালিকা উপজেলা নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। তবে কাগজপত্র পুনরায় যাচাই বাছাই করার জন্য আপিলের ব্যবস্থা রয়েছে বলে সমাজ সেবা অফিস সূত্রে জানা যায়।
২০১৭ সালের ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির ‘গ’ তালিকায় আওতাভুক্ত হওয়ায় তাদের ভাতা স্থগিত করা হয়।

শেয়ার করুন

0 comments: