Tuesday, December 11, 2018

পলাশে ধানের শীষ প্রতীকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

নরসিংদী প্রতিনিধি।।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে বিএনপি-ঐক্যফ্রন্টের প্রার্থী স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান পিতার কবর জিয়ারতের মধ্যদিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচার শুরু করলেন।
গতকাল সোমবার সকালে রিটার্নিং অফিসার ও নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে আজ চর্ণগরদীর নিজ বাড়িতে সমাহিত তাঁর পিতা বিএনপির সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন।
এসময়  সাংবাদিকদের ড.আব্দুল মঈন খান বলেন,বিএনপি ক্ষমতায় আসবে জনগণের ভোট নিয়ে।মানুষের ভোট ডাকাতি করে নয়।
পরে নেতাকর্মীদের সাথে ধানের শীষের ভোট চেয়ে মিছিল বের করেন।মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চর্ণগরদী পার্টি অফিসে গিয়ে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা বিএনপি’র সভাপতি মো.এরফান আলী, যুগ্ন-সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন,সাধারন সম্পাদক প্রফেসর সাইফুল হক,সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন জনি,উপজেলা মহিলা দলের সভাপতি কলি বেগম,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা,সাংগঠনিক সম্পাদক সামছুল হক,পলাশ উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাক ভূইয়া,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মকবুল মোরশেদ রতন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ খান,ঘোড়াশাল পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন,সাধারণ সম্পাদক কিবরিয়া,ঘোড়াশাল পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সোহেল,সিনিয়র যুগ্ন-সম্পাদক রুহুল,মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্জ্ব মনির হোসেন (ভিপি),সাধারন সম্পাদক হাজ্বী জাহাঙ্গীরসহ নরসিংদী-২ নির্বাচনী আসনের পৌরসভা ও সকল ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।

শেয়ার করুন

0 comments: