Monday, December 24, 2018

পলাশে বিএনপির প্রচারণায় দুর্বৃত্তদের হামলা,মঈন খানের পিএস আহত

নরসিংদী প্রতিনিধি।। 
নরসিংদীর পলাশে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের হামলায় পলাশ উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূইয়া গুরুত্বর আহত হয়েছে।
২৪ ডিসেম্বর সোমবার পলাশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় এ হামলার ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীরা জানান,ধানের শীষ প্রতীকে প্রচারণায় ড.আব্দুল মঈন খানের উপস্থিতিতে পারুলিয় মোড়ে উঠান বৈঠক করতে গেলে দুর্বৃত্তরা বাঁধা দিয়ে তা পন্ড করে দেয়।এই বিষয়টি পলাশ উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করতে যান ড.আব্দুল মঈন খান।পরে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা বাহাউদ্দীন ভূইয়া মিল্টনসহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়।এসময় বাহাউদ্দীন ভূইয়া মিল্টন এ হামলায় গুরুত্বর আহত হন।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

শেয়ার করুন

0 comments: