![]() |
ঘোড়াশাল পৌর ওয়ার্ড আ.লীগ সভাপতির ইন্তেকাল,দাফন সম্পন্ন । |
পলাশের ঘোড়াশাল পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ পলাশ বালুচর পাড়া গ্রামের আলহাজ্ব মোহাম্মদ আলী (কেরানী)আর নেই।(ইন্না লিল্লাহি ........রাজিউন)।
গত ২৬শে ডিসেম্বর বুধবার বেলা ১১ টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার বাদ এশা পলাশ বালুচর পাড়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের আওয়ামীলীগের প্রার্থী ও উপজেলা আ.লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান (দিলীপ),পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক,পলাশ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আনোয়ার হোসেন (আনু),ঘোড়াশাল পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর জুলহাস মিয়া,পলাশ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহীন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ পলাশ উপজেলা, ঘোড়াশাল পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ জানাযার নামাজে শরিক হন।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
news/md.sabbir hossain/rashel ahmed.
খবর বিভাগঃ
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment