Sunday, July 1, 2018

"নরসিংদীতে সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় ৬০ বছরের পৈত্রিক দালান দোকানঘর দখলের চেষ্টা" প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি: গত ১৩ জুন নরসিংদী থেকে প্রকাশিত (নিউজ সময়.কম) অনলাইন পত্রিকায় প্রকাশিত 'নরসিংদীতে চাঁদা না দেয়ায় ৬০ বছরের পৈত্রিক দালানঘর দখলের চেষ্টা' সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আক্তার হোসেন (শাহিন)।তিনি তার প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। এলাকার একটি কুচক্রী মহল সামাজিকভাবে আমার এবং আমার পরিবারের সুনাম নষ্ট করার জন্য।সংবাদদাতাকে ভূল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে পত্রিকায় এ মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে আমি আমার নিজস্ব জমিতে পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিনন যাবৎ দোকানঘর নির্মাণপূর্বক ভোগদখলে নিয়োজিত আছি।বিবাদী মোহাম্মদ আলী,কবির হোসেন,সর্বপিতা মো: সুজন আলী,সাং জয়নগর চৌরাস্তা,থানা শিবপুর,জেলা নরসিংদীগণ আমার প্রতিবেশি।তাহাদের সাথে বর্ণিত ভূমি সংক্রান্তে পূর্বে হইতে বিরোধ আছে।বিবাদীগণ আমার বর্ণিত ভোগ দখলীয় ভূমি জোর জবর দখল করার অপচেষ্টা করিতেছে।গত ৫/০৩/১৮ইং সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগণ আমার তফসিল বর্ণিত ভূমিতে আসিয়া আমাকে অশ্লীল ভাষায় গালমন্দসহ আমাকে দোকানে আসিতে দিবেনা,দোকানে আসিলে খুন করিয়া ফেলিবে সহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে।অতঃপর আমি শিবপুর থানায় একটি সাধারন ডায়রি করি।যাহার জিডি নং -৪৭৫ তাং ১১/৩/১৮।
আক্তার হোসেন (শাহীন)
পিতামৃত: আবুল কাশেম
সাং জয়নগর চৌরাস্তা,থানা শিবপুর,জেলা নরসিংদী।

শেয়ার করুন

0 comments: