![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieSEfakTVtVQWdTq9vFLySgRzB4OY4BNeAIuBqfuFgTIeq_Caoge6bp9e3vUNEIkt-nO5dESuDzk7A2kdD30ZlvwXSqmfXumSAhSzPd-6eYvoUqZ8YwhHiyoo3czw8psFVgSEqcaDcCnE/s1600/%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B6%25E0%25A6%25BF%25E0%25A6%25A4+%25E0%25A6%25B8%25E0%25A6%2582%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%252C%25E0%25A6%25A8%25E0%25A6%25BF%25E0%25A6%2589%25E0%25A6%259C%252C%25E0%25A7%25A7-%25E0%25A7%25A6%25E0%25A7%25AD-%25E0%25A7%25A8%25E0%25A7%25A6%25E0%25A7%25A7%25E0%25A7%25AE%25E0%25A7%258E.jpg)
প্রকৃতপক্ষে আমি আমার নিজস্ব জমিতে পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিনন যাবৎ দোকানঘর নির্মাণপূর্বক ভোগদখলে নিয়োজিত আছি।বিবাদী মোহাম্মদ আলী,কবির হোসেন,সর্বপিতা মো: সুজন আলী,সাং জয়নগর চৌরাস্তা,থানা শিবপুর,জেলা নরসিংদীগণ আমার প্রতিবেশি।তাহাদের সাথে বর্ণিত ভূমি সংক্রান্তে পূর্বে হইতে বিরোধ আছে।বিবাদীগণ আমার বর্ণিত ভোগ দখলীয় ভূমি জোর জবর দখল করার অপচেষ্টা করিতেছে।গত ৫/০৩/১৮ইং সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগণ আমার তফসিল বর্ণিত ভূমিতে আসিয়া আমাকে অশ্লীল ভাষায় গালমন্দসহ আমাকে দোকানে আসিতে দিবেনা,দোকানে আসিলে খুন করিয়া ফেলিবে সহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে।অতঃপর আমি শিবপুর থানায় একটি সাধারন ডায়রি করি।যাহার জিডি নং -৪৭৫ তাং ১১/৩/১৮।
আক্তার হোসেন (শাহীন)
পিতামৃত: আবুল কাশেম
সাং জয়নগর চৌরাস্তা,থানা শিবপুর,জেলা নরসিংদী।
খবর বিভাগঃ
জাতীয়
শিবপুর উপজেলা
0 comments:
Post a Comment