Sunday, July 1, 2018

কোনো স্বৈরশাসকই জনগনের অধিকারের স্বপক্ষে ছিলেন না: পলাশে মঈন খান

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশে মরহুম মোমেন খানের সহধর্মিনী ড.আব্দুল মঈন খানের রত্নগর্ভা মা বেগম খোরশেদা বানুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চরনগর্দী এলাকায় উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এম এ বাছেদ ভূইয়ার সভাপতিত্বে ও ঘোড়াশাল পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীনের পরিচালনায় এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান বলেছেন,বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে।দেশে ১৭ কোটি মানুষের মধ্যে ৯ কোটি ভোটার রয়েছে।সরকার ভোটারদের ঘরে বন্দি করে তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে জনগনের অধিকার হনন করবে তা আমরা হতে দেবনা।পৃথিবীর কোনো স্বৈরশাসকই জনগনের অধিকারের স্বপক্ষে ছিলেন না।অধিকার আনতে হলে তা ছিনিয়ে আনতে হবে।
আরো বক্তব্য রাখেন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস খোকন,নরসিংদী জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসান উদ্দিন সরকার,উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী,সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন জনি,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন,থানা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মোস্তাক,সাধারন সম্পাদক মকবুল মোরশেদ রতন,
ঘোড়াশাল পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক নাজমুল হোসেন সোহেল,পৌর যুবদলের সভাপতি মাহমুদুল হক মোমেন,পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি সাইদুল ইসলাম,সাধারন সম্পাদক কিবরিয়া,সাংগঠনিক সম্পাদক হাসান প্রমুখ।

শেয়ার করুন

0 comments: