![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKOB2SF-KZaPIIeMtf3Cd5nwWAFPLp1pI1hrHma0yF_qVwGFLHubpDGMc0gjxQV3ff7Mp-re9-mc7IY47QRSbgZojMKlR1mImOv-whSSPDn3iJW1Uw3WRHnaZO2EWlI8zKbvCet7r0cYQ/s320/36511508_889526534568639_7584774603919065088_n.jpg)
নরসিংদীর পলাশে উপজেলা সংবাদ সংস্থার নাম পরিবর্তন করে পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাব করা হয়েছে।
শুক্রবার বিকেলে পলাশ উপজেলা সংবাদ সংস্থার অফিসে সকল সদস্যদের সম্মতিক্রমে এ নাম পরিবর্তন করে দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি নূরে-আলম রনি ও দৈনিক গ্রামীন দর্পণ পত্রিকার মো.আল-আমিন মিয়াকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ১০ দিনের মধ্যে রির্পোটার্স ক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ,দৈনিক আমার সংবাদ পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি তারেক পাঠান,দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মোবারক হোসেন,দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রতিনিধি বায়েজিদ আহম্মেদ, ৭১ নিউজ টিভির প্রতিনিধি আল-আমিন মুন্সি, এশিয়ান টিভির প্রতিনিধি মুঞ্জুর হোসেন খান,নরসিংদীর কাগজ পত্রিকার সাইফুল ইসলাম, আন্দোলন ৭১ টিভির নূরনবী সানি,দৈনিক ডেসটিনির প্রতিনিধি নূর মোহাম্মদ প্রমূখ।
খবর বিভাগঃ
জাতীয়
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment