Thursday, June 28, 2018

নরসিংদীর ঘোড়াশালে ট্রেন দুর্ঘটনায় নিহত ১

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেন দুর্ঘটনায় আফজাল (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছে।
নিহত আফজাল ঘোড়াশাল পৌর এলাকার মিয়া পাড়া গ্রামের আবু মিয়ার ছেলে।তিনি স্থানীয় এলাকায় ইট ও বালুর ব্যবসা করতেন।
বুধবার রাত ১০টা ৩০মিনিটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় যাত্রীরা জানান,রাত ৮টা ২০ মিনিটে ঢাকা থেকে আসার পথে নরসিংদীর যাত্রীদের সাথে ট্রেনের ভিতর সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আফজালের বড় ভাই জুয়েলকে লাঞ্চিত করে তারা।এই ঘটনাকে কেন্দ্র করে রাত ১০টা ৩০মিনিটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে ট্রেন আসার পর আবার ঝগড়া শুরু হয়।এমন পরিস্থিতিতে নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচের পা চলে যায় ছোট ভাই আফজালের।পরে স্থানীয় যাত্রীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.সাকোয়াত হোসেন তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
নিহতের পরিবার ও স্বজনরা জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতাল ছুটে যান তারা।সেখান থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আফজালকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ১টার দিকে আফজাল মারা যায়।
তার এমন মৃত্যুতে পরিবার,আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার দুপুর ২টায় ঘোড়াশাল বাজার ঈদগাঁ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

শেয়ার করুন

0 comments: