![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHpW-1b9zn8V1lC73d_dChjN9LDhnlZRsLTNggb9YkuKA263qlCPoL6nWQe4ZgNM4kP-m5MCkEGNPhjhLUl-UtMHr7MowtdHtWnANezXsfVvIaZ1_Uj8WuhIiLf-_siuN3s2cY6S00hKg/s320/36331416_887214758133150_5146598262131654656_n.jpg)
নরসিংদীর পলাশ-ভেলানগর সড়কের পারুলিয়ায় একটি আরটিভি নামক বাস নিয়ন্ত্রন হারিয়ে ধান ক্ষেতের খাদে পড়ে গিয়ে পুলিশসহ প্রায় ১৮জন গুরুতর আহত হয়েছে।
বুধবার সকালে এ দুর্ঘটনায় গুরত্বর আহত এক পুলিশ সদস্য ও স্থানীয় এলাকার কয়েক জনের পরিচয় পাওয়া গিয়েছে।বাকিদের পরিচয় এখনো পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,আরটিভি নামক বাসটি পলাশ থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে নরসিংদীর ভেলানগরের দিকে যাওয়ার পথে পারলিয়া নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি বেপোরোয়া গতির সিএনজিকে বাঁচাতে গিয়ে চলন্ত বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে প্রায় ৮ ফুট নিচে একটি ধান ক্ষেতের খাদে পড়ে যায়।পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় পুলিশসহ গুরুত্বর আহত ব্যক্তিদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।তবে গুরুত্বর আহত ব্যক্তিদের অবস্থা আশংকাজনক।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান,দুর্ঘটনার খবর পেয়ে আমিসহ আমার থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছি।গুরুত্বর আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়ার সু-ব্যবস্থা করানো হয়েছে।দুর্ঘটনায় পতিত বাসটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
এঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,প্রশাসনের উদাসীনতা ও নজরদারীর অভাবে বাসের হেলফাররা গাড়ি চালাচ্ছে।এ রোডে যতগুলো আরটিভি ও সিনজির চালক আছে তাদের অধিকাংশেরই গাড়ি চালানোর কোন বৈধ লাইসেন্স নেই।ফলে সরকার হাজার হাজার টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। বেপোরোয়া গাড়ি চালানোর ফলে প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে মানুষের জীবন।এমনি অবস্থায় তাদের দাবি, লাইসেন্সহীন গাড়ি চালকদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment