Wednesday, June 27, 2018

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শিবপুরে মানববন্ধন

সাইফুল ইসলাম নরসিংদী প্রতিনিধি:
মাদকমুক্ত গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬জুন জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নরসিংদী শিবপুর উপজেলার ১৮নং দক্ষিন সাধারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে দক্ষিন সাধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ মিয়ার সভাপতিত্বে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল মাঠ থেকে এক বিশাল র‍্যালি বের হয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সাধারচর বাজারে এসে শেষ হয়।
র‍্যালিতে স্কুলের ছাত্র-ছাত্রী,স্কুল ম্যানেজিং কমিটি,শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র‍্যালি ও মানববন্ধন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মিয়া মাদকবিরোধী বক্তব্য,মাদকের কুফল,মাদককে না বলুন ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন,দক্ষিন সাধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওসমান গনি খোকা,ম্যানিজিং কমিটির সদস্য কবির আহমেদ,রাসেল ভূঞা,বিদ্যালয়ের সকল শিক্ষিকা,দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার,সাইফুল ইসলাম,জাতীয় দৈনিক আমার সংবাদ ও ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার সাংবাদিক তারেক পাঠান প্রমুখ।






শেয়ার করুন

0 comments: