![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0Ao3pwFxZBIsarFHlgtlLxInj0aP2969lhNcIJuZqaxhdxAsvQI-8kv10H3YbI67K4L237-A8MwX-6RN2MPjqARhkH0qlmBp96eQXWbWda1m29wKF2nWtNH4afOb6tKdEfOib7gbY1B8/s320/36241366_886228568231769_3991179659243945984_n.jpg)
মাদকমুক্ত গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬জুন জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় নরসিংদী শিবপুর উপজেলার ১৮নং দক্ষিন সাধারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে দক্ষিন সাধারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ মিয়ার সভাপতিত্বে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল মাঠ থেকে এক বিশাল র্যালি বের হয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সাধারচর বাজারে এসে শেষ হয়।
র্যালিতে স্কুলের ছাত্র-ছাত্রী,স্কুল ম্যানেজিং কমিটি,শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র্যালি ও মানববন্ধন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মিয়া মাদকবিরোধী বক্তব্য,মাদকের কুফল,মাদককে না বলুন ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী
শিবপুর উপজেলা
0 comments:
Post a Comment