![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi60nc4kLjJ2Ak62n2YQNY2LFEyCJEEZYCbTgCzSYeEht4zLsGDRpoRqmIPjYA_kEb7CsKB8oBBFnX7QOwZF75er08lFaZKc0vm_WGnmmelO03_bLpHR57PtwjeKYRNJcgiGkKj23e-gow/s320/Narsingdi+Khobor.jpg)
নরসিংদীর মনোহরদীতে আউলিয়া (১১) নামে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত আসামী সজল মিয়া (২০) কে আটক করেছে র্যাব।নিহত আউলিয়া মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও কানারবাড়ি গ্রামের বাবুল মিয়ার মেয়ে এবং দক্ষিন চরমান্দালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
গতকাল রবিবার আসামী সজল মিয়াকে আটকের পর আজ সোমবার দুপুরে নরসিংদী সার্কিট হাউজে র্যাব ১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে জানান,২৬ জুন মঙ্গলবার সন্ধায় বীরগাঁও গ্রামের বাড়ির অদূরের বাতা ক্ষেত থেকে চরমান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।এঘটনায় নিহতের পিতা বাবুল মিয়া মনোহরদী থানায় মামলা করেন।চাঞ্চল্যকর এ শিশু হত্যার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িতদের আটক করতে মাঠে নামে র্যাব ১১। পরে আসামী সজল মিয়াকে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত আসামী জানায়,ওই শিশুটি তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি বাতা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।এসময় চিৎকার ও বাধা দেওয়ায় শিশু আউলিয়াকে গলাটিপে হত্যা করা হয়।
আটকৃত আসামী সজল মিয়া মনোহরদী উপজেলার পশ্চিম বীরগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
খবর বিভাগঃ
জাতীয়
মনোহরদী উপজেলা
0 comments:
Post a Comment