![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9vj9nbilgHsrKuFm515xn4rtxljKK6WAluWmlcXnsn_vV1VzKukIZqH1OP2cZogUO5_Pn60pTtN482vxbHrhRc_TmfA5k_2VBaCf7Y3-wkQ4DKaWVKqGc_1ZIj3M_hUdr3YEo4EWj15U/s320/Narsingdi+news.jpg)
নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন।
২জুলাই সোমবার রাতে ঘোড়াশাল পৌর এলাকার ভূইয়ার ঘাট এলাকায় ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আফ্রাদ নামে এক সিএনজি যাত্রী ও পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে শামিম মিয়া নামে এক যাত্রী নিহত হয়। নিহত মহসিন আফ্রাদ নরসিংদীর সদর উপজেলার বাগহাটা গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। তিনি জনতা জুটমিলের হিসাব রক্ষক পদে দায়িত্বে ছিলেন। অপরদিকে শামিম মিয়া গাজীপুর কাপাসিয়া উপজেলার পাটুয়া গ্রামের মুকুল মিয়ার ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি সাইদুর রহমান জানান, সোমবার রাত ৯টার সময় ঘোড়াশাল পৌর এলাকার ভূইয়ার ঘাট স্থানে যাত্রীবাহি সিএনজি ঘোড়াশাল যাওয়ার পথে অপরদিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখামুখি সংর্ঘষে মহসিন নামে এক জুটমিল কর্মকর্তা আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।এছাড়া রাত ১০ টার দিকে ইছাখালী গ্রামে এক অটোরিকশা নিয়ন্ত্রণ দাঁড়িয়ে পাশে দাড়য়ে থাকা এক ট্রলির সাথে সংর্ঘষ হয়। এসময় শামিম নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
খবর বিভাগঃ
জাতীয়
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment