![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSSt9BCpNKF_aQQtSdUKRjJ1rTa0U00Vwl9gSpGqN_oFjsE2wwjWz6oW4ZG6QPSt10OUts8_SFMU0AP3K_No8gKEbj4PmLYZSVNoG9o7rebGf3oBclaahCapJc7-yTr2wgjNIoSEOBGSs/s320/Narsindi+News.jpg)
ছোট বেলা থেকেই স্বপ্ন নিয়ে বড় হয়েছেন লক্ষীপুর জেলার মেয়ে জনপ্রিয় কন্ঠ শিল্পী তামান্না হক।৬বছর থেকে গান গাইতে গাইতে এখন তিনি ও হয়েছেন বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী ইতিমধ্যে গান গেয়ে বেশ সারা পেয়েছেন কন্ঠ শিল্পী তামান্না হক। সাংবাদিকদের সাথে কথা বললে তিনি জানান,ছোট বেলায় আমি দেখতাম শিল্পীরা অনেক সুন্দর করে গান করে তখন তাদের গান শুনে আমি নিজে গান করার চেষ্টা কর তাম এই গান শিখার জন্য আমি অনেক কষ্ট করেছি ।এই কষ্টের ফলে আজ আমি একজন শিল্পী হতে পেরেছি।আমার জন্য সকলে দোয়া করবেন যেনো আমি অনেক সুন্দর গান করে সবাইকে উপহার দিতে পারি।
0 comments:
Post a Comment