Thursday, July 5, 2018

নরসিংদীর চরঞ্চালবাসীর স্বপ্নের সেতু উদ্বোধনের অপেক্ষায়

বশির আহম্মেদ মোল্লা /মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
ভূমি অধিগ্রহন ও অন্যান্য আইনি জটিলতার কারনে ব্রিজটির নির্মান কাজ ধীরগতিতে চলছিল। তবে এসব জটিলতা কাঠিয়ে নরসিংদীর মেঘনা নদীতে ব্রিজের নিমার্নকাজ দ্রুতগতিতে এগিয়ে এখন শেষ পর্যায়ে এসে চরঞ্চলবাসীর স্বপ্নের সেতু উদ্বোধনের অপেক্ষায় আছে।সদর উপজেলার করিমপুর,নজরপুর,আলোকবালী,ও চরদীগলদী ইউনিয়নের চরাঞ্চলবাসীর দীর্ঘ প্রতিক্ষিত স্বপ্নপূরন এখন সময়ের ব্যাপার মাত্র
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি নরসিংদী অধীনে ৮০ কোটি ৮১ ব্রিজ নির্মান কাজ শেষের দিকে। এ জেলায় অবস্থিত মেঘনা নদী ওপরে চরাঞ্চলের চারটি ইউনিয়ন প্রায় এক লাখ ২৫ হাজার জনসাধারণের শহরের যোগাযোগের ক্ষেএে ব্রিজটি একমাএ চলাচলের জন্য পথ হিসেবে রয়েছে।বর্তমানে চরাঞ্চলের জনগনের মধ্যে ব্যাপক আশায় আলো দেখা দিয়েছে এই ব্রিজটি।যোগাযোগের ব্যবস্থা দ্রত হলে ওই এলাকায় অবহেলিত জনগনের জীবন যাত্রার মান উন্নত হবে বলে মনে করেন চরাঞ্চলবাসী।
নরসিংদী -১ এর সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীরপ্রতিক)অবহেলিত চরাঞ্চলবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ব্রিজ নির্মানের উদ্যোগ নেন।আর বর্তমান সরকারের সময়কালেই এ ব্রিজটির নির্মান কাজ শুরু হয়। ৬৩০.০০ মিটার এ ব্রিজের নির্মাণকাজ শেষ পর্যায়ে । নজরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান আলহাজ ফখরুল ইসলাম বাদল সরকার বলেন, ব্রিজটি চালু হলে আমাদের চরাঞ্চল হবে নরসিংদী উপশহর । চরাঞ্চলে উন্নয়নের জোয়ারে ভাসবে বলে আশা করেন চরাঞ্চলবাসী। তিনি আরো জানান আগামী কিছু দিনের মধ্যে স্বপ্নের ব্রিজটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে । নরসিংদী জেলা জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি রফিকুল ইসলাম ভুইয়া বলেন, নরসিংদী মেঘনা নদীর উপর ব্রিজটি জনবন্ধু লোকমান হোসেন এর নামে নাম করনের নরসিংদী বাসী দাবী করেন। নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিক জানান,সড়কের কাজ কিছু বাকী রয়েছে।২ থেকে ৩ মাসের ভিতরে এই কাজ শেষে ব্রিজটির উদ্বোধন হতে পারে।

শেয়ার করুন

0 comments: