![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1v97hPg9XXmC3tclFy6297qDd4hTqxWdGRjw36EHmdN7Yo8rCIkaabwnbFbgKL57UrUdGtLVD3thzZvKSAyH8s3WRcBhU662YCz9pf-zkiKkmIe29ifmWPAaTxoohMq0md34cpGpsm6I/s320/Narsingdi+News.jpg)
নরসিংদীর শ্রেষ্ঠ ফুটবলার ও বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক আব্দুল গফুর ভূইয়া (৭৫) আর নেই।(ইন্নানিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন)।তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিলেন।
আজ শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আব্দুল গফুর ভূইয়া।
জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার ও নরসিংদী জেলার ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবল খেলোয়ার ছিলেন তিনি।ফুটবল খেলার মাঠে এক সময় কৃত্বিতের সাথে খেলে গেছেন তিনি।নরসিংদীতে তাঁর হাত ধরেই দর্শকদের অনেক ভাল খেলা উপহার দিয়ে গেছেন অনেক ফুটবলার।জিআরসি'র মাঠে তার দলে খেলার সুযোগ পাওয়া ছিল কোনো খেলোয়ারের জন্য সৌভাগ্য ও সম্মানের।মানুষের কাছে তিনি স্কুটার গফুর হিসেবেই বেশি পরিচিত ছিলেন।বল নিয়ে স্কুটারের মতোই দৌড়াতেন।
বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে নরসিংদী ও সারাদেশে যখন কোটি কোটি ফুটবল প্রেমীরা উম্মাদনায় মেতেছেন ঠিক সেই মুহুর্তে নিরবে না ফেরার দেশে চলে গেলেন শ্রেষ্ঠ ফুটবলার ও বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক আব্দুল গফুর ভূইয়া।
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ ভূইয়ার ছেলে আব্দুল গফুর ভূইয়া(স্কুটার গফুর)।মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।তাঁর মৃত্যুতে পরিবার,আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ শুক্রবার মাগরিবের নামাজের পর চিনিশপুরের দগরিয়া ঈদগাঁ মাঠে জানাযার নামাজ শেষে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খবর বিভাগঃ
জাতীয়
নরসিংদী সদর
শোক সংবাদ
0 comments:
Post a Comment