![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzk-hMqmR2b-a9h5h-hbB5mxK0ic6TVTqdRzGwu4aLSxM6UZjbTX_DsKMfv1NyjrHYjfyYEs7z4a4mq9Nw_-tW9SFE09tN-sLMlPwOLQxxuwO1VPRpmjeLWjJD7ivXga0bjUrhqO_3N5Y/s320/Narsingdi+Khobor.png)
রবিবার দিনব্যাপী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তন সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলামের উপস্থাপনায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.ফজলুল হক,জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হাসান,শামসুল হক,ইয়াকুব আলী মিঞা,বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক শরীফ ইকবাল রাসেল,দৈনিক আমার সংবাদ পত্রিকার পলাশ উপজেলা প্রতিনিধি তারেক পাঠান,দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম (প্রমুখ)।
এতে শিশুদের মাঝে চাহিদা সৃষ্টি,মানসম্মত সেবা প্রদান ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে শিশুদের বিদ্যালয়মূখী করণের নানা পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়।কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,অভিভাবক সদস্য অংশগ্রহণ করেন।
খবর বিভাগঃ
জাতীয়
পলাশ উপজেলা
শিক্ষা
0 comments:
Post a Comment