![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQdsgqoMUNUkFWfo0XiHIZy4cD6xMicYnhod7_Bqqv1Srznt1JBOdR3e_lIrV_eJJO42_GG-thS7taoWveu2JchD9G6KvmLr_OWAeKLLD7c0_e8S0w4Y6LK6-IAcmrS_EpwCaj5CRClnQ/s320/Narsingdi+Khobor.jpg)
সোমবার সকাল ৯টায় পলাশ উপজেলার ঘোড়াশাল নাজমুল সিএনজির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিত্রী রানী নাগ ভাটপাড়া এলাকায় ফ্যামিলি প্লানিং এসোসিয়েশন অব বাংলাদেশ (এফ পিএবি)তে চাকুরি করতেন।
প্রত্যক্ষদর্শী ও এফপিএ বি অফিস সূত্রে জানা যায়,নিহত সাবিত্রী জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে স্বামী বিষ্ণপদ দাসের মটর সাইকেলে করে ভাটপাড়ার এফ পি এ বি অফিসে যাওয়ার পথে ঘোড়াশাল নাজমুল সিএনজির সামনের সড়কে বেপোরোয়া গতির একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।এবং তার স্বামী আহত হন।পরে ট্রাকের চালক পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে মরদেহ ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এফপিএ বি অফিস সূত্রে জানা যায়,নিহত সাবিত্রী জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে স্বামী বিষ্ণপদ দাসের মটর সাইকেলে করে ভাটপাড়ার এফ পি এ বি অফিসে যাওয়ার পথে ঘোড়াশাল নাজমুল সিএনজির সামনের সড়কে বেপোরোয়া গতির একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।এবং তার স্বামী আহত হন।পরে ট্রাকের চালক পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে মরদেহ ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
খবর বিভাগঃ
জাতীয়
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment