হযরত আলী, নরসিংদী খবর।।
ঈদের আনন্দ ও খুশি সকলের সাথে ভাগাভাগি করে নিতে নরসিংদীতে Good life (human survice) অসহায় ও এতিম পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন।
আজ ২৯ শে মে বুধবার নরসিংদী শিশু শিল্পকলা একাডেমিতে প্রায় ৪০জন দরিদ্র শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে সংগঠনটি। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ তুষার রাব্বি সহ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন "আমরা নরসিংদীবাসী" সংগঠনের সাধারণ সম্পাদক জনাব তৌকির আহমেদ। "রোটারেট ক্লাব অফ নরসিংদির" সহ-সভাপতি জনাব ফাহিম সাদিক সৌরভসহ নরসিংদীর বিভিন্ন সংগঠনের প্রধানগণ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আগত মেহমানদের কন্ঠে ঝড়ে পড়ছিলো আনন্দ ও আবেগময় ভালোবাসা। যুবক-যুবতীদের এমন উদ্যোগে অভিভূত হয়েছেন সকলে।
উল্লেখ্য, মাত্র সাত মাস আগে ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিষ্ঠিত হওয়া গুড লাইফ হিউম্যান সার্ভিস বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে ইতিমধ্যে নজরে এসেছে নরসিংদির সুশীল সমাজের, তাদের সেবার মধ্যে গরীব রোগীদের চিকিৎসার অর্থ যোগান দেওয়া, জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং, প্রয়োজনীয় মূহুর্তে রক্তের ব্যবস্থা করে দেওয়া, শীতকালীন সময়ে শীত বস্ত্র বিতরণ ও মহিমান্বিত রমাজান মাসে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ উল্লেখযোগ্য।
খবর বিভাগঃ
নরসিংদী
1 comments:
Masallah
Post a Comment