সাব্বির হোসেন | নরসিংদী খবর :
“শেখ হাসিনার ঘোষণা, এডিস মশা থাকবেনা” এ প্রতিপাদ্য নিয়ে (৩ আগস্ট) শনিবার সকাল ১০টায় নরসিংদী শহর আওয়ামীলীগের আয়োজনে ইউএমসি জুটমিল এলাকা থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে মশা নিধনে অংশ নেন সংরক্ষিত নারী আসনের এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী।
এ উপলক্ষে নরসিংদী শহরের বিভিন্ন রাস্তাঘাট, বাসা-বাড়ি ও ড্রেনে মশা নিধন ওষুধ স্প্রে ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল হাসান মিন্টু, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের শিমু সরকার, সোমা সরকারসহ স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন।পরে নরসিংদী পৌর ভবনে দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি আজকের মতো সমাপ্ত ঘোষণা করা হয়।
এমপি তামান্না নুসরাত বুবলী জানান, আমরা সচেতন আছি।আমরা নিজেরাই টিম করে এলাকা ও শহর পরিস্কার করবো।নোংরা আবর্জনা- ময়লার মধ্যে বসবাস করবো না। সবাই এক হয়ে এডিশ মশার বংশ ধ্বংস করবো।
খবর বিভাগঃ
নরসিংদী সদর
0 comments:
Post a Comment