নিজস্ব প্রতিবেদক:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgScg-aC3CNiPQxgBfKLI-xtxMXvvMjgO8UjF5Myqa1RFpsPLsICq5Si3ZgeNMJTgFCYLpfP_oE0DT50gqzavnbQ5dr3L_udtTKmJg44kEQbSEb2M6QNdCecURlAmceJNjGIIxbVLZZ0gQ/s400/PicsArt_08-21-12.07.45.jpg)
আগামী ১৪ই সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন ষষ্ঠ কাউন্সিল উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীর। দীর্ঘ ২৭ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের এ কাউন্সিল হতে যাচ্ছে।
গতকাল (২০ আগস্ট) মঙ্গলবার দ্বিতীয় দিনে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালের আলোচিত তিন যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, শাহ নেওয়াজ ও তানজিল হাসান। এছাড়া ফরম নেওয়া আরো অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবারই ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন।
ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট মনোনয়নপত্র নিয়েছেন ১১০ জন। এর মধ্যে সভাপতি পদে ৪৪ জন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৬৬ জন।
১১০ জন মনোয়নপত্র সংগ্রহ করলেও অনেকেই জমা দেননি। মোট ৬৬ জন জমা দিয়েছেন বলেনে জানিয়েছে ছাত্রদল সূত্র। যারা জমা দেননি তারা অন্য নেতাদের সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।
গত শনি ও রোববার মনোনয়নপত্র সংগ্রহের করেছেন ছাত্রদলের পদপ্রত্যাশীরা। গতকাল সোমবার প্রথম দিনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যরা আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।
নির্বাচন পরিচালনার জন্য ছাত্রদলের সাবেক নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি এবং শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করেছে বিএনপি।
আপিল কমিটির প্রধান ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন, ‘এবার দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি ছাত্রত্ব, অন্যটি অবিবাহিত। বাছাই কমিটি দুটি বিষয়ে কাগজপত্র চাইবে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
Post a Comment