Monday, August 13, 2018

পলাশ শিল্পাঞ্চল কলেজ সরকারি হওয়ায় আনন্দ উল্লাস

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
পলাশ শিল্পাঞ্চল কলেজ সরকারি হওয়ায় দেশের অন্যান্য স্থানের মতো নরসিংদীর পলাশে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী আনন্দ উল্লাসে মেতে উঠে।
আজ সোমবার সকালে পলাশে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের হয় এবং কলেজ ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করা হয়।
পলাশ শিল্পাঞ্চল কলেজের অধ্যক্ষ আবুল হোসেন (আঙ্গুর)বলেন,দীর্ঘ দিনের দাবি অনুযায়ী কলেজটি সরকারি হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক আনন্দিত হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, কলেজটি সরকারি ঘোষনা করায় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

গতকাল রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি কলেজ -৬ অধিশাখা প্রজ্ঞাপনে "সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮"এর আলোকে দেশের জেলা ও উপজেলাধীন ২৭১টি কলেজ ০৮ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ তারিখ হতে সরকারি করা হয়েছে।যার মধ্যে নরসিংদী পলাশ শিল্পাঞ্চল কলেজসহ জেলার আরো ৩টি কলেজ রয়েছে।

শেয়ার করুন

0 comments: