Friday, August 10, 2018

পলাশে ২৮৭ কেজি মাছের পোনা অবমুক্তকরণ

পলাশ থেকে তারেক পাঠান:
নরসিংদীর পলাশ উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলার ডাংগা আশ্রয়ন আবাসন প্রকল্প, পলাশ থানা পুকুর,ঘোড়াশাল মাইজ বিলে রুই,কাতলা,মৃগেল,কালি বাহসসহ,বাটা মাছের ২৮৭কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের শিমুলেরটেক আবাসন প্রকল্প পুকুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা মিয়ার উপস্থাপনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাবের উল হাই।এসময় অন্যান্যার মধ্যে উপস্থিত ছিলেন,পলাশ থানার ওসি মকবুল হোসেন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।পরে উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল হক রোমেলের সভাপতিত্বে পলাশ থানা পুকুর ও ঘোড়াশাল মাইজ বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

শেয়ার করুন

0 comments: