![]() |
নরসিংদীর কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় |
নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা হয় কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।প্রতিষ্ঠাকাল থেকেই হাজী নুরউদ্দিন ভূইয়ার অক্লান্ত পরিশ্রমে আজ বিদ্যালয় উন্নতির শিখরে পৌঁছেছে।
স্থানীয়রা নরসিংদী খবরকে জানান,১৯৯৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও ২০০০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অনুমতি পায়।এবং ২০০১ সালে এম.পিও ভুক্ত হয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। মাত্র ১৯ জন ছাত্র-ছাত্রী ২০০৩ সালে পরীক্ষায় অংশ গ্রহনের মাধ্যমে নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক বিদ্যালয়ে রুপ নেয়। যাহা উন্নতি হয়ে চলতি এস.এস.সি পরীক্ষায় ২৬৪ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেছে। বর্তমানে বিদ্যালয়ে একাধিক দ্বিতল ভবন সহ বাউন্ডারী দেওয়াল ও গেইট নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়টি আধুনিকরনের স্বার্থে সি.সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২০১৪ সালে নরসিংদী জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ১ লক্ষ টাকা পুরষ্কার পায় রাষ্ট্রীয় কোষাগার থেকে। বর্তমান ১৪০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। ১ লক্ষ ৮৬ হাজার টাকা শিক্ষক শিক্ষিকার বেতন দেওয়া হয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাধ্যমে। ২০১৪ সালে হাজী নুরউদ্দিন ভূইয়া বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আঃ মজিদ প্রতিবেদককে জানায় হাজী নুরউদ্দিন ভূইয়া বিদ্যালয় প্রতিষ্ঠা কাল থেকেই অক্লান্ত পরিশ্রম করে আজ উন্নতির শিখরে নিয়েছে। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মেনে সকল সদস্যকে সাথে নিয়ে বিদ্যালয় উন্নয়নের কাজ করছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছমা বেগম জানায় সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলছি বলেই আজ বিদ্যালয়ের ব্যাপক উন্নতি হয়েছে।
হাজী নুরউদ্দিন ভূইয়া জানান,নিন্দুকেরা উন্নয়ন দেখে হিংসার বশবর্তী হয়ে অপপ্রচার চালাচ্ছে। ১৯৭০ সালে পার্শ্ববর্তী উপজেলার পাঁচগাঁও স্কুলে ১০ কিলো হেটে গিয়ে লেখাপড়া করার সময় নিজ এলাকায় বিদ্যালয় স্থাপন করার চিন্তা করি।তারই প্রতিফলন বাস্তবায়ন করতে সকলকে সাথে নিয়ে ১৯৯৬ সালে এ বিদ্যালয়টি স্থাপন করি। তিলে তিলে গড়ে তোলা বিদ্যালয়কে নিজ সন্তানের মত ভালবাসি। তাই এলাকাবাসীকে সাথে নিয়ে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মেনে বিদ্যালয়ের উন্নয়ন করে আসছি।
গত চেয়ারম্যান এবাদুল্লাহ'র আমলে একটি মহল কৌশলে বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি কিন্ডার গার্ডেন ডেফোডিল স্কুল ভাড়া নেয়।বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় কিন্ডার গার্ডেন স্কুল সরিয়ে নেওয়ার কথা বললে ব্যক্তি স্বার্থ ক্ষুন্ন হওয়ায় ডেফোডিল স্কুলের কর্ণধার পনিরের নেতৃত্বে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।আমি এই অপপ্রচারের প্রতিবাদ জানাই। কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হারুন মোল্লা জানান,বিদ্যালয়টি নিয়ম শৃঙ্খলা মেনেই চলছে। হাজী নুরউদ্দিন ভূইয়া প্রতিষ্ঠাকাল থেকেই বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে সাথে নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন।
খবর বিভাগঃ
নরসিংদী সদর
শিক্ষা
0 comments:
Post a Comment