Wednesday, August 15, 2018

পলাশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদায় নরসিংদীর পলাশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 
এ উপলক্ষে ১৫ ই আগস্ট বুধবার সারা দিনব্যাপী পলাশ উপজেলা প্রশাসন,পৌর প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন পৃথক পৃথক কর্মসূচী পালন করে।কর্মসূচীর মধ্যে ছিল কালো ব্যাচ ধারণ,কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বিনামূ্ল্যে মেডিকেল চিক-আপ ক্যাম্প,আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সকালে আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম সম্মেলন কক্ষে পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি কামরুল আশরাফ খান (পোটন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি,পলাশ থানার (ওসি) মকবুল হোসেন, পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম
মোস্তফা,জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু প্রমুখ।

এদিকে সন্ধায় ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো.শরীফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ। প্রধান বক্তা ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন। আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি প্রমুখ।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।পরে এক গণভোজের আয়োজন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments: