Monday, March 12, 2018

বাংলাদেশী বিমান নেপালে বিধ্বস্ত হয়ে নিহত ৫০,আহত ১৭

মো:সাব্বির হোসেন,নরসিংদী খবর:
৬৭ জন যাত্রী ৪জন ক্রু নিয়ে ঢাকা থেকে নেপালের কাঠমান্ডু ত্রিভূবন বিমানবন্দরে যাওয়ার পর রানওয়ে থেকে ছিটকে গিয়ে বাংলাদেশি এউ এস বাংলার বিমানে আগুন লেগে যায়।এই দুর্ঘটনায় অর্ধ শতাধিক যাত্রীর প্রাণহানির আশঙ্কা রয়েছে।এই খবরে ঢাকার বারিধারা ইউ এস বাংলার অফিসে যাত্রীদের স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়েছে।তারা জানতে পারছেনা তাদের স্বজনেরা বেঁচে আছে না নিহত হয়েছে।ইউ এস বাংলার অফিস থেকে জানানো
হয়েছে বাংলাদেশের যাত্রী রয়েছে ৩৩জন ,নেপালের ৩২ জন,১জন মালদ্বীপ ও একজন চীনের।কাঠমান্ডু বিমানবন্দরের নেপালের সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে।এর মধ্য ১৭জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।৫০জন নিহত হওয়ার খবর জানিয়েছে রয়টার্স ও স্কাই নিউজ।উদ্ধার কাজ চালাচ্ছে নেপালের সেনাবাহিনী।কাঠমান্ডুর সব ফ্লাইট বাতিল ঘোষনা করা হয়েছে। ঘটনা তদন্তে সিভিল এভিয়শনের কমিটি গঠন করা হয়েছে।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে উদ্ধার কাজে সর্বাত্মক সহায়তা দেওয়ার নির্দেশ জানিয়েছেন।এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুরুল ইসলাম আলমগীরও এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments: