Thursday, August 9, 2018

আজ পলাশে শাহ্সুফী কাজী আবু এমরানের ২১তম ওফাত দিবস




মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার:
খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী মরহুম কাজী আবু ইমরান আল-মাইজ ভান্ডারীর ২১তম ওফাত দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে আজ ৯ আগস্ট বৃহস্পতিবার পবিত্র ওরশ শরীফ পালিত হচ্ছে।
ঘোড়াশাল টেকপাড়ার দরবার শরীফ (শাহ্‌ সাহেব) এর বাড়িতে প্রতিবছরের ন্যায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মাইজ-ভান্ডারী ভক্তরা ছুটে আসে প্রিয় খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী মরহুম কাজী আবু ইমরানের সমাধীস্থলে।এছাড়া ও দলমত নির্বিশেষে পলাশের প্রানপ্রিয় খলিফায়ে গাউছুল আজম শাহ্সুফী কাজী আবু ইমরান আল-মাইজ ভান্ডারীর ওফাত দিবসে সবাই মিলিত হয় এখানে। মরহুমের দরবার শরীফে বাদ ফজর কোরআন তেলোয়াত বাদ মাগরিব ওয়াজ মিলাদ ও সেমা মাহফিল অনুষ্ঠিত হবে।উক্ত দিবসে তশরীফ আনিবেন বাবাজান কেবলা কাবার সুযোগ্য নূরানী আওলাদ ও একমাত্র বেলায়েত খেলাফতের উত্তরাধিকারী শাহ্জাদা গাউছুল আজম আলহাজ্ব শাহ্সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল-হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ)
ওফাত দিবস উপলক্ষে বুধবার সন্ধায় শাহ্‌ সাহেবের দরবারে উপস্থিত ছিলেন,কন্ঠ শিল্পী ও ফোক সম্রাজ্ঞী এমপি মমতাজ,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ, শাহ্‌ সাহেবের সন্তান কাজী এস্তেমামুল ইমন শাহ্‌,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি প্রমুখ।

শেয়ার করুন

0 comments: