Monday, September 17, 2018

সরকার ৩ লক্ষ নারীকে প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে:পলাশে চুমকি

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার :
অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের (৩য় পর্যায়)আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের ভাতা প্রদান অনুষ্ঠান নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি বলেন,সরকার মহিলাদের ঘরে বসে আয়বর্ধন(আইজিএ)প্রকল্প বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে।এখানে প্রায় ৩ লক্ষ নারীকে ১৭ টি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে।
এ অনুষ্ঠান উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশের এমপি কামরুল আশরাফ খান পোটন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ দিলিপ,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রকল্প পরিচালক (অতিঃসচিব) আনোয়ারা বেগম,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক,সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা,বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের পরিচালক ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা।
এসময় আরো উপস্থিত ছিলেন,পলাশ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম,পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা,ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদ উল্লাহ মনাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

শেয়ার করুন

0 comments: