Sunday, December 23, 2018

নরসিংদীতে প্রচারণায় পিছিয়ে নেই হাতপাখার প্রার্থীরা

জাহিদ সরকার,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনের সংসদ সদস্য পদ প্রাথীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো নরসিংদী। প্রতীক পাওয়ার পর থেকে আওয়ামীলীগ, বিএনপি'র পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা হাতপাখা প্রতিকে প্রচারণা চালিয়ে যাচ্ছে।এর মধ্যে ক্ষমতাশীনদের নৌকা প্রতীক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রচারনা চোখে পড়ার মতো।
নরসিংদীতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সঙ্গে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থীরা।
৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর ৫ টি আসনের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ নির্বাচনী এলাকায় হাতপাখার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির সাথে নরসিংদীর সর্বত্র দেখা যাচ্ছে হাতপাখা প্রতীকের পোস্টার।এখন পর্যন্ত তাদের প্রচারণায় কোন ধরনের বাঁধা ও সহিংসতার খবর পাওয়া যায়নি।
প্রার্থীরা জানিয়েছেন ভোটের দিন সুষ্ঠু ও ভোট দেওয়ার গ্রহনযোগ্য পরিবেশ থাকলে আমরা জয়ী হবো।ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর ৫টি নির্বাচনী আসনের প্রার্থীরা হলেন,নরসিংদী-১( সদর)আসনে আলহাজ্জ্ব আশরাফ উদ্দিন ভূইঁয়া,নরসিংদী-২(পলাশ) আসনে মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন ওরফে আরিফুল ইসলাম,নরসিংদী-৩(শিবপুর)আসনের ওয়ায়েজ হোসেন ভূঁইয়া,নরসিংদী-৪(বেলাব-মনোহরদী)আসনে মাওলানা মজিবর রহমান ও নরসিংদী-৫ (রায়পুরা)আসনে
মুফতি আব্দুল মোমেন রায়পুরী।

শেয়ার করুন

0 comments: