Sunday, December 30, 2018

নরসিংদী-২ পলাশ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন, বিএনপির কোন এজেন্ট ভোট কেন্দ্রে পাওয়া যায়নি



মো.সাব্বির হোসেন,পলাশ থেকে:
নরসিংদী-২ পলাশ আাসনে ৮৮টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আাসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৩’শ ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৫’শ ৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৮’শ ৩৪ জন। সকালে মহাজোটের নৌকার প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ পলাশ আদর্শ শিশু শিক্ষা নিকেতন কেন্দ্রে ভোট দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন,আওয়ামীলীগের উন্নয়ন দেখে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। পলাশের জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে। আমি আশা করছি বিপুল ভোটে জয়লাভ করব। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান তার নিজ গ্রামের ভোট কেন্দ্র পলাশের চরনগরদী প্রাইমারী স্কুলে ভোট প্রদান করেন। এ সময় তিনি জয়-পরাজয়ের প্রশ্নে সাংবাদিকদের বলেন, জয়-পরাজয় পরের কথা। পাশ-ফেলের তো প্রশ্নই উঠে না। আমাকে তো নির্বাচনই করতে দেয় নাই। আমার এজেন্টেকে পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছে।গতরাতেই তারা নৌকা প্রতিকে ভোট মেরে অধিকাংশ কেন্দ্রের ব্যালট বক্স পরিপূর্ণ করে রাখে।এদিকে সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে ভোট কেন্দ্রে বিএনপির কোন এজেন্টকে দেখা যায়নি।ভোট কেন্দ্র মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ভোট চলাকালীন সময়ে কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে কোন সহিংসতা ছাড়াই সবকটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 

শেয়ার করুন

0 comments: