Sunday, December 30, 2018

নরসিংদী-১: চরাঞ্চলে নৌকা এগিয়ে,ধানের শীষের ভরাডুবি



জাহিদ সরকার,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর অাসনে প্রধান দুই প্রতিদন্ধী ছিলেন অাওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম হিরু এবং বিএনপি মনোনীত খাইরুল কবির খোকন।এ আসনের নির্বাচনকে ঘিরে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেইসাথে থেমে নেই বিশ্লেষণ। এ আসন থেকে কে এম পি হচ্ছেন?
আজ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চরাঞ্চলের তিনটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতিকে সংখ্যা গরিষ্ঠতা  লাভ করেছে।ইতিমধ্যে নরসিংদী সদর আসনে ১৩২ টি কেন্দ্রের মধ্যে  ৫৫ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ১১১১৩২ ভোট পেয়েছে নৌকা প্রতিক অন্যদিকে ধানের শীষ পেয়েছে  ৮৭০০ টি ভোট। এর মধ্যে নরসিংদী চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের ফলাফল
নৌকাঃ১৭৪৫২ ধানের শীষঃ৬০৭
করিমপুর ইউনিয়নের ফলাফল
নৌকাঃ১৪০০০ ধানের শীষঃ১৬০
অালোকবালি ইউনিয়নের ফলাফল
নৌকাঃ ১৩৭৭৮ ধানের শীষঃ৩৮১

শেয়ার করুন

0 comments: