Sunday, December 30, 2018

নরসিংদী-২ আ.লীগের ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ বেসরকারিভাবে নির্বাচিত


মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
নরসিংদী-২ পলাশ আসনে মহাজোট ও আওয়ামীলীগ প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ ১৭৫৭১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈম খান পান ৭১৮০ ভোট।আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গণনা শেষে  পলাশ উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি এ ফল ঘোষনা করেন।পরে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।নির্বাচনে নরসিংদী-২ পলাশ আাসনে ৮৮টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৩’শ ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৫’শ ৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৮’শ ৩৪ জন।
দ্বিতীয়বারের মতো বিএনপির হেভিওয়েট প্রার্থী ড.আব্দুল মঈন খানকে পরাজিত করে এমপি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

শেয়ার করুন

0 comments: