Monday, December 31, 2018

নরসিংদীতে আ.লীগের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত

নরসিংদীতে আ.লীগের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত।
সাব্বির হোসেন ও জাহিদ সরকার,স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর ৫টি আসনে আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
নরসিংদী সদর,পলাশ,শিবপুর,মনোহরদী,বেলাব,রায়পুরার ৫টি আসনে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোগগ্রহণ শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ ফল ঘোষণা করেন।পরে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদীর ৫টি আসনের প্রার্থীকে বিপুল ভোটে  বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন।
নরসিংদী-১: সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লে.কর্ণেল (অবঃ)নজরুল ইসলাম হিরু ২লাখ ৭১ হাজার ৪৮ ভোট পান।বিএনপির প্রার্থী খাইরুল কবির খোকন ২৪ হাজার ৬শত ৮৪ ভোট পান।
নরসিংদী-২: পলাশ আসনে আ.লীগের আনোয়ারুল আশরাফ দিলীপ নৌকা প্রতীকে পান ১লাখ ৭৫ হাজার ৭শত ১১ ভোট।বিএনপির প্রার্থী ড. মঈন খান ধানের শীষ প্রতীকে পান ৭হাজার ১শত ৮০ ভোট।
নরসিংদী-৩: শিবপুর আসনে আ.লীগের জহিরুল হক ভূইঁয়া মোহন পান ৯৪ হাজার ৩৪ ভোট।সতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা সিংহ প্রতীকে পান ৫২ হাজার ৮শত ৭৬ ভোট।
নরসিংদী-৪: মনোহরদী-বেলাব আসনে আ.লীগের প্রার্থী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ন পান ২লক্ষ ৭৩ হাজার ৬শত ৮০ ভোট।বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল ধানের শীষ প্রতীকে পান ১৫ হাজার ৮শত ভোট।
নরসিংদী-৫ : রায়পুরা আসনে আ.লীগের প্রার্থী রাজউদ্দীন আহমেদ রাজু পান ২ লক্ষ ৯৪ হাজার ৪শত ৮৪ ভোট। বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ধানের শীষ প্রতীকে পান ২০ হাজার ৪শত ৩১ ভোট।

শেয়ার করুন

0 comments: