Friday, December 14, 2018

পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপির মঈন খান

স্টাফ রিপোর্টার।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ পলাশ আসনে ঐক্যফ্রন্ট-বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
অন্যান্য দিনের মতো আজ ও দিনব্যাপী পলাশের গজারিয়া ইউনিয়নের কালিরবাজার,বক্তারপুর,আমতলা বাজার, নোয়াকান্দা বাজার ও ধন্নারচর গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া প্রার্থণা ও ধানের শীষ প্রতীকে ভোট চান।বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে পলাশ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন ড. আব্দুল মঈন খান।প্রচারণার সময় হাট বাজার সহ অন্যান্য স্থানে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল উৎসব মুখর ও চোখে পড়ার মতো।
ড.আব্দুল মঈন খান বলেন,দেশের অন্যান্য স্থানে মতো পলাশে ও সরকার দলীয় সন্ত্রাসীরা বিএনপির নির্বাচনী 
গণসংযোগে নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে।সরকার দলীয় সন্ত্রাসে দেশ আজ মগের মুল্লুকে পরিণত হয়েছে।এসময় উপস্থিত পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী,যুগ্ন-সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার,পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেছারউদ্দিন,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সস্পাদক মাসুদ খানসহ গজারিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

শেয়ার করুন

0 comments: