Friday, December 14, 2018

পলাশে আওয়ামীলীগের নির্বাচনী অফিসে বিএনপির হামলা

রাসেল আহম্মেদ,পলাশ থেকে:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পলাশ উপজেলার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপের নির্বাচনী পার্টি অফিসে ব্যাপক ভাংচুর ও ককটেল বিষ্ফোরণ ঘটনানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আওয়ামীলীগের নেতাকর্মীদের অভিযোগ পলাশ উপজেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। উক্ত ঘটনায় আহত হয়েছে বিল্লাল হোসেন(৩০)ও ইসমাইল হোসেন(৩৩) আলেকচান(৫৫)।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর ৪নং ওয়ার্ড এলাকার ভাড়ারিয়া পাড়া গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,হঠাৎ করে মুখ বাধা এবং হেলমেট পরিহিত রামদা,চাপাতি নিয়ে আআওয়ামীলীগ নির্বাচনী অফিসের সামনে এসে ৭ থেকে ৮জন হামলা চালায়।এসময় তিনটি ককটেল নিক্ষেপ করে।পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ১টি ককটেল অবিস্ফিরিত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করে এ হামলার নিন্দা জানিয়ে পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি ও বর্তমান আওয়ামীলীগের নৌকার প্রার্থী ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ বলেন,এটা অবশ্যই আমাদের বিপক্ষ শক্তি করেছে। ঘটনাটি তো সহজ এবং স্পষ্ট যে গত দুই তিন দিন যাবত ডাংগা,আমদিয়াসহ বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনা ঘটিয়েছে।তারা বর্তমানে এই নির্বাচনী সুন্দর পরিবেশটাকে অস্থিতিশীল করার জন্য এবং নিশ্চিত তাদের পরাজয় হবে জেনে নির্বাচনকে বানচাল করার জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছে।
পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, বিএনপি, ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী বাহিনীর আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকার গণজোয়ার দেখে পরিকল্পিত ভাবে আ.লীগের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা দিতে এই হামলা চালায় এবং সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে পলাশ থানার ওসি (তদন্ত) ওসি গোলাম মোস্তাফা জানান, ঘটনার পর থানার ওসি মকবুল হোসেন মোল্লার নেতৃত্বে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি নাশকতার মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

0 comments: