Thursday, December 13, 2018

পাঁচদোনায় প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষে শিশু নিহত

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।। 
টংগী-পাঁচদোনা মহাসড়কে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমেনা নামে দেড় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার নরসিংদী সদরের ভাটপাড়া এলাকার পাকিজা মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।এসময় গুরুতর আহত হয় আরো ৫জন।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান,দুপুরে টঙ্গী থেকে ছেড়ে আসা শিবপুরগামী একটি পিকআপের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়।এতে প্রাইভেটকারের মধ্যে থাকা শিশু আমেনা ঘটনাস্থলেই মারা যায়।গুরুতর আহত হয় আরো ৫ জন।পিকআপের চালক ও আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।কর্তব্যরত চিকিৎসক জানান,আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইউসুফ জানান, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।



শেয়ার করুন

0 comments: