Monday, December 17, 2018

ঘোড়াশালে ১১টি গোডাউন পুড়ে ছাই-১জন দগ্ধ, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আশাদউল্লাহ মনা,পলাশ থেকে:
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ঘোড়া চত্ত্বরে ১টি মার্কেটে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ওহাব (৬০)নামে এক কর্মচারী আগুনে দগ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওহাবের শরীরের প্রায় ৬৫ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।রবিবার রাত সাড়ে ১২ টায় দেলোয়ার হোসেনের মালিকানাধীন স্ক্রাবের গোডাউনে আগুন লাগলে ১১টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুন বারী জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, প্রাণ আরএফএল এর ১টি ইউনিট, নরসিংদী ১টি ইউনিট এবং গাজীপুরের কালীগঞ্জের ১টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে গোডাউনের মালপত্র পুড়ে যায়। তবে তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাতের কারন জানাতে পারেননি তিনি। আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এদিকে একই মার্কেটে গত ৭ই ডিসেম্বর রাতে আব্দুল বাতেনের ৩টি গোডাউনে আগুন লেগে সব মালামাল পুড়ে গিয়েছিল।


শেয়ার করুন

0 comments: