Monday, December 17, 2018

পলাশের ডাঙ্গায় মাস্টার্স ক্রিকেট কার্ণিভালের ফাইনাল অনুষ্ঠিত

মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।। 
নব্বই দশকের কৃতি ক্রিকেটার আতাহার আলী ও জুয়েলের স্মরণে মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর রবিবার ডাঙ্গার সান্তানপাড়া ঈদগাঁহ মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ ফাইনাল খেলা উপভোগ করতে শত শত ক্রিকেট প্রেমীদের মিলন মেলায় পরিনত হয়।
এসময় উপস্থিত ছিলেন,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবেরুল হাই,ইজি ফ্যাশন লিমিটেড এর চেয়ারম্যান আসাদ চৌধুরী,ডাইরেক্টর ইছাদ চৌধুরী,তৌহিদ চৌধুরী,ডাংগা ইউপি সদস্য দেলোয়ার হোসেন জুয়েল,আব্দুল করিম চৌধুরী,হারুনুর রশীদ খান প্রমূখ।আয়োজক কমিটির যারা উপস্থিত ছিলেন সাখাওয়াত খান,সাইফুল আলম খান,শাওন খান,মোহাম্মদ আলী, তৌহিদুল ইসলাম জনি,এস.এম.নাদিম।

সাখাওয়াত খান খান জানান,মূলত ৯০ দশকে আমরা যারা ক্রিকেট খেলতাম তাদেরকে নিয়ে গঠন করা হয় চারটি দল।এ খেলাটি সবার অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।খেলা শেষ বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রপি বিতরণ করা হয়।
সান্তানপাড়া মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনালে ইয়েলো মাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রীন মাস্টার্স।

শেয়ার করুন

0 comments: