Monday, December 10, 2018

নরসিংদী-২ আসনে ৫ প্রার্থীর মাঝে দলীয় প্রতীক বরাদ্দ

আশাদউল্লাহ মনা,পলাশ (নরসিংদী)।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের চুরান্ত প্রার্থীদের মাঝে তাদের দলীয় প্রতীক বরাদ্দ করেছে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন।
আজ সোমবার সকালে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নরসিংদী-২(পলাশ ও সদরের আংশিক)আসনে ৫জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন এর কাছ থেকে দলীয় প্রতীকে যে প্রার্থীরা চিঠি গ্রহন করেন তারা হলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান (ধানের শীষ),পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ (নৌকা),জেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মৃধা আজম খানের পক্ষে(লাঙ্গল)ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আরিফুল ইসলাম(হাত পাখা),বিএনএফ এর সাবিকুন নাহার উর্মি খান(টেলিভিশন)।

শেয়ার করুন

0 comments: