Monday, December 10, 2018

নরসিংদীর ৫টি আসনে মহাজোটের বাহিরে এককভাবে লড়বে জাতীয় পার্টি


মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নরসিংদীতে মহাজোটের সমর্থন না পেলেও এককভাবে ৫টি আসনে ৫জন প্রার্থী লড়বেন।
গতকাল ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন থাকলে ও নরসিংদীর ৫ সংসদীয় আসনে মহোজোটের শরিক দল জাপা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেনি।
রোববার দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদের ডিপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমে একটি তালিকা পাঠিয়েছেন।তাতে জানা যায়, দেশের ৩০০ আসনে মহাজোটের শরিক দল হিসেবে ২৯টি আসনে এবং উম্মুক্ত আরো ১৩২ট আসনে মোট ১৬১ জন প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।তার মধ্যে নরসিংদীর ৫টি আসনে ৫জন প্রার্থী রয়েছেন।তারা হলেন,নরসিংদী-১ জাতীয় পার্টির জেলা সভাপতি মো.শফিকুল ইসলাম,নরসিংদী-২ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান,নরসিংদী-৩ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলমগীর কবির,নরসিংদী-৪ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো.নেওয়াজ আলী ভূঁইয়া,নরসিংদী-৫ রায়পুরা উপজেলার সভাপতি প্রকৌশলী এম এ সাত্তার

শেয়ার করুন

0 comments: