Sunday, December 9, 2018

পলাশে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সংবর্ধনা

মোঃ আশাদউল্লাাহ মনা,পলাশ নরসিংদী:
 আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আজ রবিবার সকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “রঙ্গিন পৃথিবীর রঙ্গিন আলো- সকল নারী থাকুক ভালো” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় পলাশে ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
পলাশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলীর  সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সুলতানা লাকি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা প্রমুখ। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে দিলারা বেগম, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রহিমা খাতুন, সফল জননী নারী হিসাবে জোহরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন সে নারী হিসাবে পিয়ারা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শারমিন সুলতানা কে সংবর্ধনা দেওয়া হয়। 

শেয়ার করুন

0 comments: