মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ৫জন প্রার্থীকে চুরান্ত ঘোষণা দেয় দলটি।
নৌকা প্রতীকের চুরান্ত প্রার্থীরা হলেন,নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল(অব.)মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এমপি, নরসিংদী-২(পলাশ ও সদরের একাংশ)আসনে পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ,নরসিংদী-৩(শিবপুর) আসনে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল হক ভূঞা মোহন,নরসিংদী- ৪(মনোহরদী-বেলাব) আসন থেকে বর্তমান এমপি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও নরসিংদী-৫ (রায়পুরা)আসনে বর্তমান এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
সারাদেশে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের যেসব নেতারা বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের মনোনয়ন প্রত্যাহারের‘বিশেষ অনুরোধ’জানিয়ে ৮ ডিসেম্বর শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি দিয়েছেন।চিঠিতে মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে স্বতন্ত্র প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
খবর বিভাগঃ
নরসিংদী সদর
রাজনীতি
0 comments:
Post a Comment