Sunday, December 9, 2018

নরসিংদীর ৫টি আসনে আ.লীগের চুরান্ত প্রার্থী ঘোষণা




মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ৫জন প্রার্থীকে চুরান্ত ঘোষণা দেয় দলটি।
নৌকা প্রতীকের চুরান্ত প্রার্থীরা হলেন,নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল(অব.)মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক এমপি, নরসিংদী-২(পলাশ ও সদরের একাংশ)আসনে পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ,নরসিংদী-৩(শিবপুর) আসনে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল হক ভূঞা মোহন,নরসিংদী- ৪(মনোহরদী-বেলাব) আসন থেকে বর্তমান এমপি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও নরসিংদী-৫ (রায়পুরা)আসনে বর্তমান এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
সারাদেশে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের যেসব নেতারা বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের মনোনয়ন প্রত্যাহারের‘বিশেষ অনুরোধ’জানিয়ে ৮ ডিসেম্বর শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি দিয়েছেন।চিঠিতে মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে স্বতন্ত্র প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

0 comments: