![]() |
মনোহরদীতে পূর্ব শত্রুতার জের ধরে মসজিদে প্রবেশ করে হত্যার চেষ্টা |
নরসিংদী মনোহরদীর মন্ডলদিয়া গ্রামে আল হেরাম টিনসেট জামে মসজিদের ভেতরে প্রবেশ করে মোঃ হেলাল উদ্দিন নামে একজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।হত্যা চেষ্টার অভিযোগে মন্ডলদিয়া গ্রামের সাহাবুদ্দিন এর পুত্র মোঃ টুটুল মিয়া (২৫)- এর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়,গত ০৪ ডিসেম্বর ২০১৮ইং তারিখ রাত আনুমানিক ৯ টা ৪৫ ঘটিকার সময় মোঃ হেলাল উদ্দিন মন্ডলদিয়া আল হেরাম টিনসেট জামে মসজিদে এশার নামাজের শেষে ঘুমিয়ে পড়লে মোঃ টুটুল মিয়া পূর্ব শত্রুতার জের বশতঃ মসজিদের ভেতরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মোটা বাঁশ দিয়ে হেলাল উদ্দিনের মাথায় কয়েকটি এলোপাথারী বারী মারে। এতে হেলাল উদ্দিন গুরুত্বর আহত হয়।হেলাল উদ্দিনের আর্তচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আসামী টুটুলকে হাতে নাতে ধরে ফেলে ও মারধর করে। তাৎক্ষনিকভাবে হেলাল উদ্দিনকে মনোহরদী উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয় ও তার মাথায় ১৩টি সেলাই দেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে রেফার্ড করেন। পরে এলাকাবাসী মনোহরদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ টুটুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
হেলাল উদ্দিনের স্ত্রী মামলার অভিযোগকারিনী মার্জিয়া বেগম জানায়, আসামী বর্তমানে প্রকাশ্যে ঘোরাফেরা করে। মামলার আসামী টুটুল মিয়া ও তার পরিবারের লোকজন হুমকি দেয়, হেলাল উদ্দিনকে সুযোগ পেলে খুন করবে ও তার পরিবারের ক্ষতি করবে। হেলাল উদ্দিন ও তার পরিবার প্রশাসনের সহায়তা কামনা করছে।
খবর বিভাগঃ
মনোহরদী উপজেলা
0 comments:
Post a Comment