![]() |
পলাশে পরকীয়া সন্দেহে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীসহ আটক ২ |
মোঃ আশাদ্উল্লাহ মনা,পলাশ (নরসিংদী):
পরকীয়া সন্দেহে নরসিংদীর পলাশে শাহানাজ আক্তার (২৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে নিহত গৃহবধূর স্বামী এরশাদুল ইসলামসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। এরশাদুল ইসলাম ডাঙ্গা ইউনিয়নের প্রান কোম্পানীর চরকা টেক্সটাইলে শ্রমিকের কাজ করতো। এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত গৃহবধূর শাহানাজ আক্তার একই গ্রামের নূরুল ইসলামের ছেলে ফরহাদ মিয়ার সঙ্গে প্রায় ছয় মাস যাবত পরকিয়ার সম্পর্ক গড়ে তুলে। এ নিয়ে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর সংসারে ঝগঁড়া, বিভেদ লেগে থাকতো। সোমবার সকালে ফরহাদ মিয়ার সঙ্গে আবারও মোবাইল ফোন দিয়ে নিহত গৃহবধূ শাহানাজ আক্তার কথা বললে তা এরশাদুল ইসলাম টের পেয়ে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম¥দ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে পরকিয়া সম্পর্কের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী এরশাদুল ইসলাম ও ফরহাদ মিয়াকে আটক করা হয়েছে। গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর বিভাগঃ
পলাশ উপজেলা
0 comments:
Post a Comment