![]() |
মনোহরদীর জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য-বীর মুক্তিযোদ্ধা মোল্লা জহিরুল ইসলাম মকুল। |
মনোহরদীর বীর মুক্তিযোদ্ধা মোল্লা জহিরুল ইসলাম মকুল জানান,এই উপজেলার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।তথ্য প্রযুক্তি ডানায় ভর করে বিশ্ব এগিয়ে চলছে উন্নতি ও অগ্রগতির চরম শিখরে।জীবনের সর্বক্ষেত্রে ঘটে চলছে বিভিন্ন মুখী ব্যাপক পরিবর্তন।পরিবর্তীতে এই সময়ে সাথে পাল্লা দিতে আমাদের আধুনিক মনস্ক, কর্মক্ষমতায় একজন মানুষের,যিনি আমাদের হাত ধরে নিয়ে যাবেন নতুন নতুন সব সুযোগ সুবিধার সুফল প্রাপ্তির দিকে।তেমনি একজন ব্যক্তি বীরমুক্তিযোদ্ধা মোল্লা জহিরুল ইসলাম মকুল।যিনি তারুণ্য উদ্দ্যম আর অফুরন্ত প্রাণ শক্তির অধিকারী সৎ গুনাবলীর মানুষ ও জনকল্যাণে নিবেদিত প্রাণ,সর্ব সাধরণের অত্যন্ত আপনজন,সময়ে শ্রেষ্ট সাহসী সন্তান,শিক্ষানুরাগী ও বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোল্লা জহিরুল ইসলাম মকুল।তিনি নরসিংদী জেলা মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।তিনি অবসরপ্রাপ্ত সিপাহি জহিরুল ইসলাম ২য় ইষ্ট বেংগল রেজিমেন্ট ক্রমিক নঃ ৪৯১ বাংলদেশ ১৯৭১)।
নরসিংদী মনোহরদী উপজেলা সৈয়দের গাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।তিনি একজন বীর মুক্তিযোদ্বা।তার পিতা মরহুম মোল্লা গিয়াসুদ্দিন হাতিরদিয়া বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।মোল্লা জহিরুল ইসলাম মকুল প্রধান মন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও প্রাইভেটাজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহেদুজজামান এর চাচাতো ভাই।১৯৭১ সনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন তিনি।ছাত্র জীবনে ঢাকা কলেজ শাখায় ছাত্রলীগ কার্যনির্বাহী সদস্য ও বিগত ৩০ বৎসর যাবৎ একদুয়ারিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য।দুর্দিনের আওয়ামী লীগের কান্ডারী।গরীব দুঃখী মানুষের পাশে থাকেন সব সময়।সাধ্যনুযায়ী মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন।বিভিন্ন সেবামুলক কাজে নিয়োজিত আছেন।তিনি আওয়ামী পরিবারের আশ্রয়স্থল।হাতিরদিয়া রাজিউদ্দীন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে অতি সুনামের সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।ঢাকা কে এম দাস লেনের বায়তুল খায়ের জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পদে আছেন দীর্ঘ বৎসর যাবৎ।বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য তিনি মানব সেবা করতে বেশি ভালোবাসেন।মনোহরদীবাসী মনে করেন আগামী আসন্ন উপজেলা নির্বাচনে একজন সৎ,আদর্শ ও যোগ্য প্রার্থী তিনি।জহিরুল ইসলাম মোল্লা উপজেলা নির্বাচনে সকলের দোয়া,সমর্থন ও সহযোগিতা চান।
news/md.sabbir hossian/sakhawat 04.01.2019.Narsingdi khobor.
খবর বিভাগঃ
মনোহরদী উপজেলা
রাজনীতি
0 comments:
Post a Comment