Friday, May 24, 2019

পড়ন্ত বিকাল- হোসনে আরা রিতা

পড়ন্ত বিকেলে আবেগে আবেশে
উড়ছি মনের আনন্দে ,
নিরবে স্রোতের ধারা অনুভবে 
আকাশ- ছুঁয়াছে আত্মার তৃপ্তি ।
এক টুকরো স্বপ্ন আমার
হৃদয়ের মাঝে ভালোবাসার মনি কোঠরে ,
প্রজাপতির মত উড়ে বেড়াবো
নীল আকাশের বুকে।
হারিয়েছি আজ ভালোবাসার
আবেগ মাখা বিশ্বাস
বসে আছি ধরনি তলে
আসবে তুমি সব কিছু ফেলে
তুফানের মত করে পড়ন্ত বিকালে।
ঝিরিঝিরি বৃষ্টির আবেশে
রংধনুর রং মেখে বলবে
আমার মুখটি ধরে ,
ওগো প্রিয়শি এসেছি আমি তোমার চরণতলে
আমায় জড়িয়ে নাও তোমার আঁচল তলে
সন্ধ্যা শুভক্ষণে ।
গোধূলি নেমেছে পড়ন্ত বিকালে
বেদনায় সিক্ত একটু ভালোবাসা পাবার জন্যে
তাই বার বার ফিরে আসি তোমার কাছে
কষ্টের নীল সাগরে দাঁড়িয়ে চিৎকার পেরে বলি
ভালোবাসি ভালোবাসি বড্ডবেশি ভালোবাসি তোমাকে।

শেয়ার করুন

0 comments: