Friday, May 24, 2019

রমজান মাসে খাদ্যে ভেজালকারী ব্যবসায়ীদেরকে বয়কট ও প্রতিহত করতে হবে : আশিক খান


মোঃ সাব্বির হোসে, নরসিংদী খবর।। 
রমজান মাসে খাদ্যে ভেজালকারী ব্যবসায়ীদেরকে বয়কট ও প্রতিহত করতে হবে জানান গ্রীন বাংলা নিউজ ডট কমের সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: আশিক খান। ২৪ মে শুক্রবার বিকেলে চট্রগ্রাম নগরীর চেরাগী মোড় সংলগ্ন সুপ্রভাত স্টুডিওর হল রুমে সিটিজি পোস্ট ডট কম ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত  ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি ও সিটিজি পোস্ট ডটকমের উপদেষ্টা মো: জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সিটিজি পোস্ট ডটকমের সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলা টিভি’র বিভাগীয় ব্যুরো প্রধান ও চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব লেখক মো: কামাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এম,এ সবুর,পরিস্থিতি ২৪ ডট কমের সম্পাদক এ,কে,এম আবু ইউছুপ,পল্লী কবি জসিমউদ্দিন স্কলারশীপ পরিচালনা কমিটির চেয়ারম্যান রতন দাশ গুপ্ত,জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ন সম্পাদক ডা: মো: জামাল উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক সুরেশ দাশ,সহকারী পরিদর্শক আবদুর রাজ্জাক,মাছুমা কামাল আখিঁ,কোতোয়ালী থানার সভাপতি মো: খোরশেদ আলম,রাইজিং ষ্টার এডমিন ইলিয়াস রিপন, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন পালিত, বিশিষ্ট নজরুল গবেষক ও সাতাঁরবিদ ওসমান জাহাঙ্গীর,খুটাখালী ব্লাড কল্যান সোসাইটির সভাপতি আবদুল্লাহ আল মুরাদ,মোপলেস সভাপতি সজল দাশ।
উপস্থিত অন্যান্য বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস। মাহে রমজানের মহাত্ম ও তাৎপর্য অনুসরণ করে খোদা প্রাপ্তির নৈকট্য লাভে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে একাকার হওয়ার নামই মাহে রমজান। ধনী গরীব সকল ভেদাভেদ ভুলে সৃষ্টির রহস্য উন্মোচনের জন্য ইবাদত মাহে রমজানে অপরিহার্য অংশ।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,মাওলাানা মাহবুবুর রহমান,রাজিব চক্রবর্ত্তী,গোলাম রহমান,সৈয়দা শাহানা আরা বেগম,শেখ আবদুল্লাহ শেকাব,জুবাইর বিন জিহাদী,এনামুল হক নাবিদ,নওশেদা বিনতে দিবা,আনিছুর রহমান ফরহাদ,রোজিনা আক্তার,কলি আক্তার প্রমুখ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে চট্টগ্রামের বিভিন্ন স্থরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান

শেয়ার করুন

0 comments: