Friday, May 24, 2019

নরসিংদী প্রাইম কলেজের মেধাবী ছাত্রী ইতি'কে বাঁচাতে এগিয়ে আসুন

নরসিংদী প্রাইম কলেজের মেধাবী ছাত্রী ইতি'কে বাঁচাতে এগিয়ে আসুন 
মোঃ সাব্বির হোসেন, নরসিংদী খবর।।
নরসিংদী প্রাইম কলেজের মেধাবী ছাত্রী ফাতেমা আক্তার ইতি। আর দশটা শিক্ষার্থীর মতোই ভালোই কাটছিল তার শিক্ষাজীবন। এগিয়ে চলা জীবনে স্বপ্ন বুনে ছিল শিক্ষা জীবন শেষে প্রতিষ্ঠিত হবে। কিন্তু হঠাৎ করেই যেন তার সেই স্বপ্ন কেড়ে নিতে এলো মারাত্মক রোগ ব্রেন টিউমার। দরিদ্র পরিবারের সদা হাস্যোজ্জল আর উচ্ছল মেয়েটি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সবার মানবিক অনুভূতি জেগে উঠলেই একমাত্র বাঁচানো সম্ভব তাকে। তাই এই মেধাবী ছাত্রীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার বিনীত অনুরোধ জানিয়েছেন দরিদ্র পিতা মোক্তার হোসেন।
ব্রেন টিউমার রোগে আক্রান্ত ফাতেমা আক্তার ইতি'র পরিবার জানায়, নরসিংদী প্রাইম কলেজের মেধাবী ছাত্রী হিসেবে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ইতি। কিছু দিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানায় ইতি ব্রেন টিউমারে আক্রান্ত। তাই তাকে দ্রুত সময়ের মধ্যে অপারেশন করাতে হবে। এমন অবস্থায় তার চিকিৎসা খরচ বহন করা আমাদের দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাকে বাঁচাতে সবার কাছে আমরা আর্থিক সাহায্য চাই।
ফাতেমা আক্তার ইতি'র বড় ভাই ফাইম এর বিকাশ নাম্বার ০১৮৩২৮৪৪৯৭৮ এ আর্থিক সাহায্য পাঠাতে বিনীত অনুরোধ জানিয়েছেন তার পিতা মোক্তার হোসেন।


শেয়ার করুন

0 comments: