Friday, July 20, 2018

এইচএসসিতে সেরা পলাশ থানা সেন্ট্রাল কলেজ


মো.সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার :
সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ সেন্ট্রাল কলেজ।
এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশের গৌরব অর্জন করেছে এই কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে এমন সাফল্যের খবর পলাশ উপজেলায় ছড়িয়ে পড়লে বাঁধ-ভাঙা আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক ও স্থানীয় মানুষেরা।উৎসব মুখর হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।
২০১০ সালে পলাশের পারুলিয়া গ্রামে কলেজটি প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ আমির হোসেন গাজী।এরপর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জন শুরু করে কলেজটি।২০১৩ সালে পাসের হার ছিলো ৯৭ ভাগ এবং ২০১৫ সালে শতভাগ পাশের গৌরব অর্জন করে।২০১৭ সালে এসে পলাশ উপজেলার সেরা কলেজ হিসেবে গৌরব অর্জন করে।

এবারের এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ২৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে।বিজ্ঞান বিভাগ থেকে ৮৮জন,ব্যবসায় বিভাগ থেকে ৮৩ জন ও মানবিক বিভাগ থেকে ৯২জন পাশ করে।এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪জন।
কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজী নরসিংদী খবরকে বলেন,শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম,অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় শত ভাগ পাশের সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন

0 comments: