Saturday, March 2, 2019

পলাশে পরকীয়ায় ধরা খেয়ে মৎস ব্যবসায়ীর আত্মহত্যা


মো.আশাদউল্লাহ মনা,নরসিংদী খবর,০২ মার্চ শনিবার ২০১৯ ইং।
প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে অতঃপর ধরা খেয়ে লোকলজ্জার ভয়ে নরসিংদীর পলাশে এক মৎস্য ব্যবসায়ী ভবেন পাল (৩৫)আত্মহত্যা করেছেন।

০২ মার্চ শনিবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকার এক প্রবাসীর বাড়ি থেকে ভবেন পালের লাশ উদ্বার করে পলাশ থানা পুলিশ।তিনি একই এলাকার মৃত অতুল পালের ছেলে।

পলাশ থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হয়েছে।
আত্মহত্যার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া ধরা খেয়ে লোকলজ্জার ভয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রবাসী তার স্ত্রীর সাথে দীর্ঘদিনের পরকীয়া ও অবৈধ সম্পর্কের কথা জানার পর তাকে কয়েকবার সাবধান করেন যেনো ভবেন পালের সাথে কোন সম্পর্ক না রাখে। কিন্তু তাতে ও স্বামী সাড়া না পেয়ে স্ত্রীকে হাতে নাতে ধরতে ০১ মার্চ শুক্রবার রাতে বাড়ি থেকে বের পাশের একটি ঝুপে লুকিয়ে থাকেন। এক পর্যায়ে সেদিনই রাতেই ভবেন পাল তার স্ত্রীর ঘরে প্রবেশ করেন।পরে তিনি এই দৃশ্য দেখতে পেয়ে ঘরের বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দিয়ে স্থানীয়দের খবর দিয়ে বাড়িতে নিয়ে আসেন। ভবেন পাল যখন বুঝতে পারেন তিনি ধরা পড়েছেন   তখনই লোকলজ্জার ভয়ে ঘরের ভিতর গলায় কাপর পেচিয়ে আত্মহত্যা করেন।

শেয়ার করুন

0 comments: