Saturday, March 9, 2019

পলাশের তরুন লেখক মাসুম বিল্লাহ'র লেখা কবিতা "নারী"

নরসিংদীর পলাশ উপজেলার তরুন লেখক মাসুম বিল্লাহ'র লেখা কবিতা
"নারী"
মো.সাব্বির হোসেন,নরসিংদী খবর ডট কম,
০৯ মার্চ শনিবার ২০১৯ ইং।

'"নারী"
তোমারে জঠরে ছিলাম
দেখেছি পৃথিবীর আলো।
তাইতো মাগো তোমায়
আমি বেসে যাই ভালো।
নারী তুমি বোনের স্নেহ
খুনসুঁটি ভালোবাসা।
নারী তুমি প্রিয়তমা
জীবনসাথী শত আশা।

নারী তুমি শতরুপা
তুমি যে অনন্যা।
দেশের প্রয়োজনে
তুমি যে বীরাঙ্গনা।
তাই ভালোবেসে যাই
জানাই শত অভিনন্দন।
সুন্দর হোক পৃথিবী
নারী পুরুষের বন্ধন।

তরুন লেখক মাসুম বিল্লাহ,
লোকপ্রশাসন বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা।






শেয়ার করুন

0 comments: